আকাশের সব ব্যথা নীল রঙ হয়
বিরহের জ্বালা মন তোর লাগি সয়।
মৃদু পায়ে বৃষ্টি হয়ে কেউ কেউ আসে
মিছামিছি ভালবেসে শুধু যেন হাসে।।


সুখ পেতে আসে ধারে আসে প্রেম পেতে
পূর্ণ হলে সব আশা পারে দূরে যেতে।
কান্না দিয়ে তরী নিয়ে বহু দূরে ভাসে।।


মন নিয়ে খেলা করে বড় মজা পায়
বিরহের গান নয় প্রেম গান গায়।
আশা দিয়ে ভাঙে বাসা যেন বারো মাসে।।


রচনা কাল : ১১/০৫/২০১৯ ইং