আজ যদি যাই মারা কাল হবো বাসি
কত জনে মুখ চেপে দিবে বুঝি কাঁশি।।


পাগলের মত যারে গেছি ভালবেসে
তারে ছেড়ে যেতে হবে দূর পর দেশে।
এই মুখে নাহি আর রবে কোন হাসি।।


ভালবেসে কেউ কাছে নাহি বসে রবে
তাড়াতাড়ি নিয়ে যাও বলে যাবে সবে।
প্রাণ তাই কেঁদে কেঁদে যাবে জলে ভাসি।।


জনমের মত যাবো পৃথিবীকে ছেড়ে
পর হয়ে যাবে সব যাবে যেন হেরে।
ভুলে গিয়ে হাসি মুখে রবে বারমাসি।।


রচনা কাল : ০৯/১১/২০১৮ ইং