আগে যদি জানতাম প্রেম জ্বালাময়
তাহলে কি মন পুড়ে হত এত ক্ষয়।।


সুখ পেতে মন কাঁদে অঝোর শ্রাবণ
মনের মানুষ রয় দূর কোন বন।
পথ যেন খেলা করে শুধু ছলনায়।।


কত কিছু মনে ভাসে দুঃখ ভাসে না তো
কুড়ে কুড়ে খায় প্রাণ দূরে সরে না তো।
হাহাকার বুকে বাঁধে বাসা নিরালায়।।


রচনা কাল : ২৮/১২/২০১৭ ইং