আছে যার প্রাণে সুখ তার আছে মালা
ভালবেসে রাধা তাই পেয়ে যায় কালা।।


যার লাগি মন প্রাণ স্বপ্ন শুধু আঁকে
তারে পেলে বুকে চেপে ধরো পথ বাঁকে।
কলঙ্কের ভয়ে মন দিও নাহি তালা।।


মন খুলে কথা বলো তাতে শান্তি পাবে
পছন্দের হাত ধরে গান গেয়ে যাবে।
পিছে লোকে যাক বলে নাহি তুমি ভালা।।


জীবনের সাত রঙ লাগে যদি গায়
তবে বড় সুখী হবে এই ধরা নায়।
মিছামিছি বসে কেন মন করো ফালা।।


রচনা কাল : ০১/১২/২০১৮ ইং