এ আমার বাংলাদেশ সবুজের ছায়া
হৃদয়ে সে বারে বার রেখে যায় মায়া।।


রৌদ্র মাঠে কৃষকের হাসি ভরা মুখ
রাখালীর বাঁশি শুনে বুকে লাগে সুখ
আঁকাবাঁকা নদী স্রোত চলে যায় ধায়া।।


স্বপ্ন মাঝে বক পাখি ঝাক বেঁধে আসে
হাজারো নক্ষত্র যেন মিটিমিটি হাসে।


দোয়েলের কুহুতান ভোরের শিশির-
পাখিদের আনাগোনা সন্ধায় আবির
মন কারে শাহিনের দোলে তাই কায়া।।


রচনা কাল ঃ
২৭/১১/২০১৭ ইং
৮ঃ০৮ এএম।