দেখলে বন্ধুর মায়াবী হাসি-আমি তারে ভালোবাসি-।।
নিয়মিত মনের দ্বারে, সে যে চলে যায়-।।
বন্ধুরে ডাকিও নিরালায়-আমারে খোঁজে পায়
বন্ধুরে ডাকিও নিরালায়।
বন্ধুর মুখের কথামালা-আমার লাইগাছে ভালা-||
জীবন কালা হইব জ্বালা
যদি না তাঁরে পায়।
ঐ
নিরালায় নির্জনে-বন্ধুর কথা মনে পড়ে-||
পাবো বলে আশা করে- রাখি মনের সীমানায়।
ঐ
তাঁরে দেখতে আমি আসি- না দেখলে নাহি বাঁচি!-||
প্রেমের দাসী হইয়া শাহিন- তারে কাছে রাখতে চায়।-||
ঐ