মনে কি পড়ে না নিশীথ রাতের অচেনা সে বন্ধুরে
রাত জেগে যার কথা ভেবেছিলে, তারে কেনো রাখো দূরে।।-


রাতের আকাশে এক ফালি চাঁদ হেসেছিলে মিটিমিটি
জোছনার সাথে পাঠায়েছিলে যে আবেগ জড়ানো চিঠি
মধুর আবেশে ভরেছিলো মন, আনন্দ বুক জুড়ে।।-


আলো-আঁধারীতে স্বপ্ন দেখায়ে হঠাৎ নীরব হলে
লুকোচুরি খেলা নাকি চলে যাওয়া, কিছুই গেলে না বলে
অবুঝ হৃদয় ডুকরিয়া কাঁদে উদাসী বাঁশীর সুরে।।-


রচনাকাল: ঢাকা, ০৫ আগস্ট ২০০৮