কাছের মানুষ হয়েও যদি বুকে আগুন জ্বালো
অন্য লোকের দায় পড়েছে বলতে আমায় ভালো ।।-


আমার চোখে সাত সাগরের জল
তুমি বল' সেতাে আমার লোক দেখানো ছল
পড়শীরা কয় চোখের অসূখ- ওষুধে হয় ভালো ।।-  


আমার মুখে নেই যে হাসি-তুমি বল ঢং
লোকে আমায় দূখী ভাবে- তুমি বল সঙ
কেমনে বুঝাই আমার জীবন কেন অগোছালো ।।-  


রচনাকালঃ ঢাকা,২৮ মে ২০১৫