লুটেপুটে চেটেচুটে খেয়ে নিবি ঝোলার গুড়-
ধর্মকর্ম বর্ম ভেবে যাবি শেষে ধর্মপুর।।-


বয়সকালে চোখ ঘুরালে রঙবেরঙের সঙ দেখিস্-
রঙিলা দুনিয়া ভেবে জিভ নাড়িয়ে সব চাখিস্-
অন্ধকূপে ডুব দিয়ে চাস্ সব অশান্তি করতে দূর।।-


কালে কালে কাল কেটে যায়, তাল কেটে যায় জীবনে -
কালো চুলে পাক ধরে যায়, ঘুনপোকার ঘর মনে-
তোর জমার খাতা ভুলে ভরা, গন্ডগোলে ভরপুর।।-    


রচনাকাল: ঢাকা, ১২ জানুয়ারি ২০২২।