বিধি মেনে করবো কি আর, বিধি হইলো বাম-
আমার বিধি হইলো বাম।
বান্দরে আজ ইন্দুর নাচায়, ঝরে পিঠের ঘাম-
ঝরে আমার পিঠের ঘাম।।-


মুখের কথায় চিড়া ভিজে, কেউ কি দেখেছে
দইয়ের হাড়ি ছিকায় ভরে চাঙে রেখেছে
ইন্দুর দেখে বিড়াল খুশি, ছিলবে বেটার চাম-
ছিলবে ইন্দুর বেটার চাম।।-


লেজেগোবরে দশা আমার বান্দর করেছে
রঙতামাশায় মেতে রসে কলস ভরেছে
কাঁঠাল খেয়ে আঠা লেপে দিয়েছে বদনাম-
আমায় দিয়েছে বদনাম ।।-


রচনাকাল: ঢাকা, ১৭ মে ২০২০