বেণী দুলানো ওই ড্রেসপরা মেয়েটি স্কুল ফাঁকি দিয়ে পার্কে
জিনসের পেন্টপরা পাশে বসা ছেলেটি উঠতি প্রেমিক ছাড়া আর কে।।-


আধোফোটা কলি আর ভ্রমরের গুঞ্জন
মায়াবী মায়াবী চোখে স্বপ্নের অঞ্জন
উড়ে যাবে যেনো দূর নীল আকাশে পেরিয়ে বাঁধার পাহাড়কে।।-


কতো কথা- খুশি খুশি- লুটোপুটি- খুনসুটি
জীবনের মানে কি যে জানে কি তা এই জুটি
একালের রোমিও-জুলিয়েট কাটাবে হতাশার আঁধারকে।।-


রচনাকাল: ঢাকা, ১৯৯৩