চাঁদের জন্য বসে আছি আধিয়ার পাহাড়ায়
সংযোমী চাঁদ উদয় অস্ত কোনটাই না হারায়


চন্দ্রমাসের হিসাব বুঝি না লাবন্যতায় ভাসি
পঞ্চতন্ত্রের খবর রাখি না স্নীগ্ধতায় বাঁচি।।
মাটি কি চাঁদ কোনটি সেরা কে দিবে তার রায়


ভাঙা চাঁদের আশায় থাকি জীবন করব শুরু
অমাবস্যায় জন্ম নেয় সে বলেছেন আমার গুরু।।
মুহূর্ত যায় দিনে দিনে বাঞ্ছনা পবিত্রতায়