ঐ পথ দূরে দূরে স্বপ্ন মাঝারি নেশা
কোথায় গিয়ে বুঝিব পাবো তোমারই দিশা
যেথা ধরার ডাকে আকাশ বাহু মেলে
অস্তাচলের রবি রঙ্গে রঙ্গে হোলি খেলে
যেথা মগন সবি কি যে মাতাল নেশা


ঐ পথ দূরে দূরে…


জানি স্বপন ভাঙ্গে তবুও তোমারই আমি
স্বপনে লুকায়ে রাখি জাগি অকাটে যামী
জানি ফুরাবে খেলা হবে শেষ কাঁদা হাসা


ঐ পথ দূরে দূরে…