দূরে-প্রান্তরে কে গান ধরে
কার বাঁশি?
আর যেন সহে না, ঘরেতে মন রহে না
সন্ন্যাসে যায় ভাসি ।।


যেন চিনি তারে
বুঝি আমারই নিঃশ্বাসে দেহ বাঁশি
বেজে বেজে ওঠে
ফুল ফোটে ফোটে
সাগরের পানে নদী ছোটে
আর শুনি কানে কানে তার ভালোবাসি ।।


আর যাবো না গো
আমি সরল বিশ্বাসে যুগে যুগে
মরি রাধা হয়ে
দুখ সয়ে সয়ে
নীল যমুনা যাক যাক না বয়ে
আর শুনবো না যতোই না ডাকুক তার পোড়া বাঁশি ।।