আগস্ট মাসে বাংলা আমার
রক্তে ভাইসা যায়।
দরদিয়া মুজিব- হইল শহীদ
নিজের আঙিনায়!
বুক ফাটিয়া যায় রে শোকে,
চোখ ভাসিয়া যায়।।


ভালোবাইসা বাংলার বুকে
যে আনলো স্বাধীনতা,
বাঙালি হইয়া কেমনে তোরা
খুন করলি জাতির পিতা?
এই কষ্ট পাষানের বুকেও
দুঃখ জ্বালাইয়া যায়!
বুক ফাটিয়া যায় রে শোকে,
চোখ ভাসিয়া যায়।।


পশ্চিমারাও চিনলো তারে
চিনলো না নিজের লোকে,
আপন মানুষ হারাইয়া এখন
মরি দুঃখে-শোকে।
মনে কইয়া যায় আমার, প্রাণে কইয়া যায়,
মুজিব বাঁইচা থাকলে আইজো
আগেই সুখ হইতো বাংলায়।।
বুক ফাটিয়া যায় রে শোকে,
চোখ ভাসিয়া যায়।।