(আমি) ফুলের সুবাস নিতে যাব—
সবুজাভ মিনারের পাক শহরে।
(আমি) হাজারো সালাম দিতে যাব—
এইটুকু আকাঙ্ক্ষা এই দহরে।
::
মহামানবের জিয়ারতে করব নিজেকে ধন্য।
এই মন-প্রাণ সদা আনচান
সেই মনীষীর জন্য।
হৃদয় আমার পরিণত অগণিত লহরের প্রেমনহরে।।
::
দরুদের ফুল দিয়ে সাজিয়েছি হাজারো মালা;
ভালোবাসা দিয়ে আমি মেটাবই বিরহজ্বালা।
::
যতো দিন-রাত থাকি দূরে , ক্যামনে বুঝাব মনকে!
ওহে রহমান, দয়া ফরমান—
দেন এনে সেই ক্ষণকে।
আমায় কবুল নেন করে পবিত্র শহরের সেই বহরে।।