আমার দুঃখ যদি বিক্রি করা যেত,
কোন দুঃখের ও বাজারে ।।২।।
দুঃখ সকল বিক্রি দিয়া………
আমার দুঃখ সকল বিক্রি দিয়া,
বাসিতাম বাদাড়েরে, বাসিতাম বাদাড়ে।
আমার দুঃখ যদি বিক্রি করা যেত,
কোন দুঃখের ও বাজারে।


আমায় দেখে সবাই শুধু করে কানাকানি,
আমি নাকি হয়ে গেছি বোকার শিরোমণি।
কি করে বুঝবে তাঁরা ?
প্রেম ফাঁদে পড়ছে যারা,
দিনের বেলায় হাইটা যাইতে,
পথ ভুলিয়া যায়রে।
আমার দুঃখ যদি বিক্রি করা যেত,
কোন দুঃখের ও বাজারে।
আমার দুঃখ সকল বিক্রি দিয়া,
বাসিতাম বাদাড়েরে, বাসিতাম বাদাড়ে।


আমায় দুঃখ দিয়া বিধি, খুশি তুমি যেন,
নইলে, আমার জোড়া অন্যেরে দিলে তুমি কেন ?
আমার দুঃখে হইসনারে, তোরা কেহ খুশী,
ইচ্ছা করেই বিধি আমায় করেছে উদাসী,
আমার ভাগ্য লিখতে বিধির,
কালি নাহি ছিলরে !
আমার দুঃখ যদি বিক্রি করা যেত,
কোন দুঃখের ও বাজারে।
আমার দুঃখ সকল বিক্রি দিয়া,
বাসিতাম বাদাড়েরে, বাসিতাম বাদাড়ে।
আমার দুঃখ যদি বিক্রি করা যেত,
কোন দুঃখের ও বাজারে।