এই দুনিয়া আমার গোলাম
সবাই আমায় ঠোঁকে ছালাম
আমি ছাড়া দুনিয়া ফাঁকা
টা,,,,কা আমি টাকা//


ইয়ান ইউরো রুবল ডলার
যে নাম দাওনা আমার
সংসদ থেকে ওই সিনেটে
সবই নস্যি এই পকেটে//
নিয়ম কানুন ঠোড়াই মুড়ি
রক্ত পানেও নেইতো জুড়ি
চালাই আমি সাত শলাকা//
টাকাই সব টাকাই সব//


ওই ষোড়শী নেয় বুড়া জামাই
ষাটের বুড়াও কোমরও দোলায়//
মটু পাতলু কালা ধলায়
আমার গন্ধ পাইলে যে ভাই
সব পড়ে যায় ঢাকা
আমি ছাড়া চলেনা কো চাকা//


রীতি নীতি আদর্শ পাঠ
করি আমি কাট ছাট
কোরান পুরাণ বেদ বাইবেল যত ইতি পুথি//
মানে মানে করে আমায় ঘটাল দুর্গতি
সবকিছুতেই চলে খেল
হারায় তো সবাই আক্কেল
ওই ধর্মগুরুও আমার হাতে
বড্ড বেশি পাকা//