আজ পাশাপাশি বসবাস একই সে শহরে
মুখোমুখি জানালায় যেন আছি স্বপ্নের প্রহরে
তবে এতোটা দুরে কেন রাখলে আমায়
ওই আকাশটাও অতো দুরে নয়//


এক নিঃশ্বাস দুরত্বে
তোমার আমার বসবাস
পাইনা তবু তোমার মায়া
শীতল ছায়া//
নিয়তির একি পরিহাস
বলো এমনটা কি করে হয়/


কখনও হঠাৎ চোখে চোখে
না বলা অনেক কথা মুখে
অনেক কথা গেছো বলে
ফাগুনের ফুলে ফুলে//
কখনও আকাশ দেখার ছলে
খুজে ফেরো কতো বাহানায়/


জানি খুজে ফেরো আমায়
তোমার চোখের আঙ্গিনায়
হৃদয়ের কোনায় কোনায়
জীবনের মোহনায় //
ছল ছল চোখে অভিমান মুখে
নিরবে চেয়ে পথের সীমানায়/