এই জীবনের শ্রেষ্ট সম্পদ
বাবা আমার বাবা
ওই আল্লার পরে মহান কাবা//
বাবা ছাড়া কোন কিছুই
যায় না তো ভাবা//


বাবার মুখে কথা বলা
বাবার হাতে পথ চলা
বাবা তুমি মধুর পরশ
আমার ছেলে বেলা//
বাবা তুমি হাজার দাবি
বাবা তুমি সুখের চাবি
তুমি ছাড়া আর আছে কেবা/


বাবা তুমি চোখের কোণে
লুকিয়ে রাখা ব্যাথা
বাবা তুমি কালাচাঁদের
ছোট্ট স্বপ্নে গাঁথা //
তবুও তুমি হেসে খেলে
লুকিয়ে সব চোখের জলে
নিজেকে করে গেলে হিবা//