চারিদিকে রব উঠেছে এসেছে রমজান
সেই মহিমায় এক হও ও ভাই মুসলমান।
কলেমার সুরভিতে ইসলামেরই ছায়াতলে
আজ গাও মানবের গান।
ও ভাই মুসলমান।
চারিদিকে রব উঠেছে এসেছে রমজান।
কে বা ধনী কে বা গরীব,  
কে বা রাজা কে বা প্রজা,
বারযাকেতে সবাই বসে,
সবারই ভাই এক দরজা,
ওভাই মুসলমান
তবে কোথাও তোমার ঈমান,
চারিদিকে রব উঠেছে এসেছে রমজান।
গাড়ি বাড়ি পয়সা কড়ি
যা করেছো জগত জুড়ি
দিনের শেষে তোমার রবে
তোমারই ঈমান।
ও ভাই মুসলমান।
চারিদিকে রব উঠেছে এসেছে রমজান।