সেই ছোট্ট থেকেই আমি
অভাব দেখেছি ঘরে ঘরে
না খাওয়ার যন্ত্রণা পেয়েছি নিজের পেটে
সারাদিনের পর খেয়েছি একবেলা খেটেখুটে


বন্যা, কলেরা দেখেছি গ্রাম জুড়ে
অসংখ্য মৃত্যু দেখে কেঁদেছি ঘুরে ঘুরে
মাকে নিয়ে হাসপাতালে গিয়েছি হেঁটে হেঁটে


কতদিন আটাঘাটা খেয়ে থেকেছি একবেলা
দুর্ভিক্ষের ছবি আঁকা দিন রাত ধরে
সেই স্মৃতি মনে পড়ে ভয়ংকর করে
তার চেয়ে মহামারি দেখছি আজ মুখ এঁটে।