আমরা ঘর ছেড়ে বাইরে থাকি
শুধু বাঁচার জন্য
সারাদিন  রাত কাজ করি মনের আনন্দে
ঘরেতে স্ত্রী পুত্র যাবো মাসের শেষেতে


দুঃখের দিনে কেউ থাকে না পাশে
ভোট এলে ঘোরে শুধু মাসে মাসে


ভোট পেয়ে গাড়ি বাড়ি যেন রাজাধিরাজ
আমাদের টাকাতেই বাবুয়ানি রঙিন সাজ


কি খাই কি পরি খোঁজ নেই তাদের
চোখ মুখে ভাবখানা যেন সব ওদের


সবই তে ভাগিদার আর বড়ো বড়ো ভাষণ
গরীবের টাকা লুট ওদের নেই কোন সম্মান।