হতে যদি শিস দেওয়া সেই ভোরের দোয়েল
ঝোপেঝারে পাতার ফাঁকে গাছের ডালে
মন মাতানো গান শোনাতে নিরবধি।।


জ্যোৎস্নারাতের আকাশপটে যেতাম ভেসে
মধুরতায়  কাছে নিতে ভালোবেসে
সুখের আশায় বয়ে যেতো জীবন নদী।


পানকৌড়ির ঐ ছবি যেনো তোমার ছায়া
জড়ায় আমায় ভালোবেসে দিয়ে মায়া!


বারে বারে মনে পড়ে তোমার কথা
মন ফাগুনে ছড়ায় যতো ব্যাকুলতা
মেঘের ভেলা করে খেলা শেষ অবধি।