একদিন আমি তারা হবো
দেখে নিও সবে
তখন কিন্তু নীরব আকাশ
আমার কথাই কবে।


ধূলো মাখা কাগজগুলো
ভাসবে নয়ন জলে
কেনো আমি ভুল করিলাম
কাঁদবে কতোই ছলে
হয়তো তখন থাকবো না আর
স্মৃতিই পড়ে রবে।।


শব্দ গুলো করবে মিছিল
তোমার ভুলের জন্য
লজ্জা পেয়ো না গো তখন
হয়ো না যে হন্যে
চারিদিকে আওয়াজ হবে
কাঁদবে গো নিরবে।।


রুনা বলে বিবেক তোমার
চাও যদি বাঁচাতে
মরার আগে মরো না হায়
ভুলের আঘাতে
বসে বসে আঙুল গুনতে
সময় কি আর রবে।।