লাশ পঁচিলে দেখে সবাই
ছড়ায় দুর্গন্ধ
মন পঁচিলে দেখে না কেউ
হয় যে শুধু দ্বন্দ্ব।


মনের ঘরে বসত করেও
বুঝে না যে মন
সে ই হয় আপন মানুষ
সে ই হয় আপন
ইচ্ছে করলেও যায় কী ভুলা
লোকে বলে মন্দ।।


দেহ পঁচলো মনও পঁচলো
পঁচলো যতো স্বপ্ন
প্রিজার্ভ করা যেতো যদি
হয়ে যেতো রত্ন।
যার ব্যথাটা সে ই বুঝে
ব্যথার কতো ছন্দ।।