পিরিত কী সই গাঙেরও পানি
আইসা জোয়ার চইলা যায় রে।।


মনেরো ভিতরে বসিয়া বসিয়া
তোষানলে পোড়ে কাঁদায় রসিয়া
শোকেরো নদীতে সে তরী বায় রে।।


কোন বা দেশেতে পাইবো যে তারে
মরি গো খুঁজিয়া নীরবে বসিয়া
কেনো কাঁদাইলো ভাসাইলো আমারে।।


কী  ক্ষতি করেছি নিজেই মরেছি
ব্যথারই মালা গলেতে পড়েছি
জ্বলে যে আগুন এই অন্তরে।।