কতো মানুষ বিরাজ করে
এই যে বসুধায়
কে যে কখন কারই মাঝে
নিমিষেই হারায়।।


পিরিত পিরিত করো সবাই
বলতে পারো পিরিত কী
চাইলেই কী আর মন পাওয়া যায়
বলো অতো সহজ কী
বুঝতে হলে  ভালোবাসা
মনটা দাও গো প্রেম খেলায়।।


জনম জনম সাধন করে
মনটা যদি পাওয়া  যায়
করতে যতন পারে কজন
ধরে রাখা ভীষণ দায়
আগে পিরিত বুঝতে জানো
প্রাণটা কেমনে দেয়া যায়।।


আমি বলি ভালোবাসা
জীবের একটা বসত ঘর
যুগের পরে যুগ চলে যায়
কাছের মানুষ হয় রে পর
মনের জোরটা প্রবল হলেই
হৃদয় মাঝে মিশে যায়।