মনটা আমার কেমন করে বুঝানো যে দায়
কার লাগিয়া পরান কান্দে করে রে হায় হায়।।


পরানটারে বাইন্দা রাখি আঁচলেরই গিঁটে
ভালোবাসি যতোই তারে স্বাদ কী রে আর মিটে।
বসন্ত যে যায়  চলিয়া বন্ধুয়ারই আশায়।।


মনের ভিতর বসত করে জ্বালায় প্রেমের বাতি
তার লাগিয়া জাগি কতোই পূর্ণিমারই রাতি।
কী করিয়া বলি আমি  মনটা যে তারে  চায়।।


ভালোবাসা বুঝে না সে বুঝিবে একদিন
এক জীবনে শোধ হবে না এই না প্রেমের ঋণ।
আসবে যেদিন ফিরিয়া সে জানাবো বিদায়।।