মাটির সুরে সুরে আজই
গাইবো মাটির গান
বাংলা আমার মা জননী
বাংলা আমার প্রাণ।।


বাংলা আমার মায়ের ভাষা
রক্ত দিয়ে কেনা
মা মাটির গান শুনিয়া
যায় গো তারে চেনা
মাটির সুরে থাকুক সবার
অন্তরেরই টান।।


সোনার দেশের সোনার মানুষ
কাঁদে দেশের জন্য
পাখপাখালির কোলাহলে
রূপ যে তার অনন্য
লালন শাহের সুরে সুরে
বাউলা গানে মারি টান।।


কামার কুমোর তাঁতি চাষা
হিন্দু মুসলিম বৌদ্ধ
ছাত্র শিক্ষক করেছিলো
হানাদারদের  রুদ্ধ
বিভেদ ভুলে রক্ষা করি
বাংলা মায়ের মান।।