মন চেনালাম ঘর চেনালাম জায়গা দিলাম অন্তরে,
পিরিতেরই বান মারিয়া পোড়ালে বন্ধুরে।।


অন্তর দিয়া ভালোবেসে কাছে নিলাম টেনে,
এমন দাগা দিলা রে বন্ধু ভুলিবো কেমনে
বিষের বাঁশির সুরে সুরে চিনিলাম তোমারে।


ব্যথা যতো দাও রে বন্ধু ততোই লাগে ভালো,
যতো পারো ব্যথার আগুন এই বুকেতেই ঢালো।
তোষের মতো ধিকিধিকি জ্বালাও আমারে!


মনের ঘরে বসত করলেও মনের মাঝেই নাই
পাষাণ ভবের মাঝে  তোমায় ঘুরে ফিরে পাই।
কেনো এমন বিধির লীলা বুঝি না আহারে।।