দুঃখের সাথে ঘর বেঁধেছি সারাজীবন ভর,
দুঃখ আমায় করলো আপন সুখ করিলো পর,
মনের ব্যথা মনে রইলো কেউ নিলো না খবর।।

দুহাত ভরে বকুল ফুলে তুমি এসে ছিলে
ধূঁপ হয়ে গন্ধ দিয়ে সবই কেড়ে নিলে।
কৃষ্ণচূড়ায় লাগলো আগুন পুড়লো এই অন্তর।


সুখের আশায় বুক বাঁধিলাম সঁপেছি অন্তর
দুঃখ করে কানা কানি দিলো যে মন্তর।
মন পুড়িয়া অঙ্গার হলো সুখের নাই যে খবর।