দমের গাড়ি নিলে আড়ি
থাকবে না আর কিছু
যতোই সরাও ছায়ার মতো
ছুটছে পিছু পিছু।।


আমার আমার করো না মন
তোমার কিছুই নাই
সময় হলে গহীন তলে
যেতেই হবে ভাই
অজুহাতে নেই রেহাই নেই
ছাড়তে হবে সবকিছু।।


আনন্দে মন ভাসাইও না
রাখো রে স্মরণ
দম ফুরালে আসবে সে যে
হবে রে মরণ
ভুলে ভুলে চলে গেলও
সে ছাড়বে না পিছু।।


দিনের শেষে বীরের বেশে
যদি যেতে চাও
জিকির করো দমের তরে
যদি কিছু পাও
রুনা বলে কে হাঁটে রে
আমার পিছু পিছু।।