কী যে যাদু মাটির সুরে
জুড়ায় সবার প্রাণ
বিশ্বজুড়ে মাটির সুরে
বাংলায় হবে গান।।


নবীন প্রবীন সবাই মিলে
বাজায় একই সুর
হাসিমুখে বলো কথা
থেকো না কেউ দূর
প্রদীপ জ্বেলে শুভক্ষণে
রইলো আহবান।।


বাজুক তবলা,পাতার বাঁশি
বাজুক একতারা
মাটির সুরে তানপুরাটার
সুর যে মনকাড়া
গানের পাখি মাহিন ডাকি
শোনায় মাটির গান।।


ভাটিয়ালি গান গাহিয়া
মাঝি ডিঙি বায়
বাউল গানের টানে রাখাল
তারই সাথে গায়
রুনাগীতি দেখায় প্রীতি
মাটির সুরের টান।।


ইবরাহিম পুর, ঢাকা।