বেহায়া মন ভালোবাসার এমনই কাঙাল
চুপিসারে মনটা নিয়ে ভাবছে সে জঞ্জাল।।


পরানটারে বাইন্দা রাখি তবু ছটফটায়
মাথায় তুলে নাচে সে যে ক্ষণিকেই কাঁদায়
বিনা দোষে ব্যথার মালা জুটলো এই কপাল।।


আদর করে মান ভাঙিয়ে  পুষেছি খাঁচায়
অবুঝ পাখি বুঝে না সে গেলো যে পালায়
প্রেম হারিয়ে সাধের জীবন ডুবছে যে অকাল।।


বাঁধ মানে না মন যে আমার বন্ধুয়ার লাগি
তারই আশায় দু'হাত তুলে আশায় যে জাগি
রাতের পরেই যেমন আসে ঝকঝকে সকাল।।