তোমরা যারা গুণী মানুষ ভবের মাঝারে,
জ্ঞান পিপাসু আমি একজন শেখাও আমারে।।


ভুলে ভরা জীবন আমার শোধরাই কেমনে
ক্ষমা করো তোমারা আমায় বলি জনে জনে।
আমি বড়োই বেমানান গো এই না আসরে।


আনন্দে মন আত্মহারা হয় যদি কভু,
দুঃখ কেনো পিছু নেয় গো বলো না হে প্রভু।
বেহায়া মন কাঁদে শুধু বলি কাহারে।


যখন আমি রবো না গো মনে পড়ে যদি
দুঃখ পেয়ো না গো তোমরা ভেবো নিরবধি,
কেউ বা এমন থাকে জেনো নীরব আঁধারে।