আবার যদি ফিরে পেতাম হাসিমাখা মুখ
যদি আবার ফিরেই পেতাম তোমার দেয়া সুখ।।


কোথায় তুমি বিলীন হলে কোন আকাশের নীলে
আকাশ পাতাল খোঁজে বেড়াই কী যে আমার ছিলে!
হারালো সেই সুখের বাণী ভাসালে এই বুক।।


হাজার দুঃখেও বয়ে যেতো আনন্দেরই বান
দুঃখবোধেও শোনাতে যে ফাগুনেরই গান
কিছু ব্যথা যায় না ভুলা বাড়ায় শুধু দুখ।।


অন্ধকারের মাঝে তুমি  আলো ছড়াতে
নিঃস্ব জনে স্বপ্ন এঁকে মন যে ভরাতে।
কী হারালাম কী বা পেলাম মন বুঝে না সেই সুখ।।