সুখের অসুখ ধরছে আমায়
ক্যামনে বলো মুক্তি পাই,
সুখের নেশায় নামছি পথে
বেরোবার পথ জানা নাই।।


পাহাড় নদীর নাই কোন ভয়
সম্পদ গড়ায় রই মত্ত,
ঝড় বাদলেও বেহুঁশ যে হায়
থাকছি ভুলে মূল সত্য।।


আখের বিচার নাই কোন বোধ
বেখেয়ালে চলছি তাই…


সুখের অসুখ ধরছে আমায়
ক্যামনে বল মুক্তি পাই……


বুঝেও যে হায় থাকি অবুঝ
লুটতরাজে খুব পটু,
স্বার্থসিদ্ধির জন্যেও আবার
বদ লোকেরও হই চটু।।


আপনা স্বার্থে সবই পারি
মরনের ভয় মনে নাই।।
আখের বিচার নাই কোন বোধ
বেখেয়ালে চলছি তাই…


সুখের অসুখ ধরছে আমায়
ক্যামনে বল মুক্তি পাই……