শ্যামা মেয়ে তোর চরণে মাখবো আলতা আজি,
বলবো'রে আয় মনের কথা শোনতে যদি রাজি;
                ভালোবাসি এই কথাটি,
                হৃদয় হতে বলছি খাঁটি,
প্রাণটা আমার ঘোর আঁধারেও রাখবো আমি বাজি,
শ্যামা মেয়ে তোর চরণে মাখবো আলতা আজি।


চম্পক বেলী আর মালতি সাজাই লয়ে সাজি,
মানবোনা আজ কোন বিধান যাহাই বলুক কাজি;
               তোর প্রেমেতে মন মজেছে,
              আজকে খুশির বান ডেকেছে,
তোর মনে প্রেম থাকেই যদি ক্যান্ তবে নারাজি,
শ্যামা মেয়ে তোর চরণে মাখবো আলতা আজি।


নিখাদ জানিস প্রেমটি আমার নাই কোন কারসাজি,
ভাবিস না এই আমায় নষ্ট মনের বদমেজাজি;
               চির সবুজ মনটা যে মোর,
               শত খোঁজেও পাবিনা ঘোর,
বলিস যদি ভালোই বাসিস ডাকবো এবার কাজী,
শ্যামা মেয়ে তোর চরণে মাখবো আলতা আজি।