শ্যামা মেয়ে তোর তিয়াসে জাগি চাঁদের সাথে,
কথাই ছিলো আসবি'রে তুই পুর্ণিমার'ই রাতে;
            ভাসবো দু'জন আকাশ দেশে,
                   দুষ্ট মিষ্ট হাসি হেসে,
শিশির হয়ে নিশি শেষে ফিরবো আবার প্রাতে,
কথাই ছিলো আসবি'রে তুই পুর্ণিমার'ই রাতে।


হৃদয় দুটি এক হলে আর করবে কি বা জাতে,
হারাই যদি সাধের প্রাসাদ দুখ করিনা তাতে;
             ছাড়তে পারি রাজ্যের দাবী,
               বলিস যদি সঙ্গে যাবি,
তোর স্বপনের তিয়াস যত রাখবো আঁখিপাতে,
কথাই ছিলো আসবি'রে তুই পুর্ণিমার'ই রাতে।    


তোর শূন্যতায় একলা নিশি কাটাই বেদনাতে,
ছাড়তে গেলে ভাবনা'তে তোর মরি অভিঘাতে;
             ও শ্যামা তোর দেয়া কথায়,
              বুক বেঁধেছি পরম আশায়,
দূরে থেকে জ্বালাস না আর ফাঁকির ছলনাতে,
কথাই ছিলো আসবি'রে তুই পুর্ণিমার'ই রাতে।