কে গো তুমি হৃদয় পটে ফেললে চরণ দু'টি,
ও চরণের ছাপ পড়ে রয় কদম গুটি-গুটি;
             ক্লান্তি যখন নেমে আসে,
             ছবি তোমার মনে ভাসে,
মনের থেকে মুছতে গেলে অমনি ধরে টুঁটি,
কে গো তুমি হৃদয় পটে ফেললে চরণ দু'টি।


নেই ভালো আর তুমি বিনে আছি মোটামুটি,
রই একেলা আঁধার নিশি শূন্য যে মোর কুটি;
            তন্দ্রা চোখে আসে যখন,
           খোয়াব দেশে ভাসো তখন,
মন মাতানো খুশির নাচন ভ্রমর কালো ঝুঁটি,
কে গো তুমি হৃদয় পটে ফেললে চরণ দু'টি।


হৃদয় মাঝে জ্বেলে আগুন যাচ্ছ কোথায় ছুটি
মোর বেদনায় শিউলি বকুল খাচ্ছে লুটোপুটি,
              নাই' বা যদি হবে সাথি,
             ডাকলে কেন মালা গাঁথি,
জবরদখল করেই তুমি মন'টা নিলে লুটি,
কে গো তুমি হৃদয় পটে ফেললে চরণ দু'টি।


আইসো সখী সব ছেড়ে আজ মুখে দেব পুটি,
আসবে তুমি এই আশাতে আজকে নিলাম ছুটি;
          ভাসবো দুজন সুখ ফোয়ারায়,
           মিলবো এসো মন মোহনায়,
দেখবে এসো প্রেম বাগানে রইছে কুসুম ফুটি,
কে গো তুমি হৃদয় পটে ফেললে চরণ দু'টি।