তোমার ইশারে যব সাড়া দিই খুশিতে বাঁধি যে বুক,
তোমারে দেখিতে চঞ্চলা হই অনুভব করি সুখ।


তব অ-দেখায় ক্লান্ত যে আমি
পথ নাহি চলে যাই শুধু থামি।
বারে বারে তাই খুঁজে ফিরে মন দেখিবারে তব মুখ।
তোমারে দেখিতে চঞ্চলা হই অনুভব করি সুখ।


কুসুম কাননে প্রজাপতি দল আলাপনে দিন ভর,
ফাগুনে পবন ছূটে চলে দূর কোথা জানি তার ঘর।


তোমার আঁখিতে সাগরের ঢেউ
বুঝিয়াছি তবে বুঝে নাই কেউ
তোমার হৃদয়ে ক্রন্দনে পীড়া আমি বুঝি সেই দুখ।
তোমারে দেখিতে চঞ্চলা হই অনুভব করি সুখ।


মাত্রাবৃত্তঃ