খোদার হাবিব তুমি নাবী
তুমি বিশ্বসেরা
তোমার জন্য পাগল আমি
পাগল বসুন্ধরা।


আঁধার বুকে জাললে আলো
দূর করিলে পাপের কালো।
তোমার ছোঁয়া পেতে সবাই
হইলো পাগল পারা।
চিনলো তোমায় গাছগাছালী
চিনলো তোমায় মরুর বালি
মানুষ হয়ে চিনি না হায়
দুঃখ মনে ভরা।


হাউজে কাউসার দান করিও
আপন করে বুকে নিও
ভালোবাসার পরশ দিয়ে
পরিও হাতকড়া।
কবর ঘরে ডেকে চলো
উম্মাতি উম্মাতি বলো
মদিনার ঐ ফুলের বাগান
তোমার হাতে গড়া।