সময়ের চাকা ঘুরে
ফিরে এলো রমাদান
হায়াতের দিনগুলো
ইবাদাতে করো দান।


রোজার পরশ মাখো
হৃদয়ে স্বপ্ন আঁকো।
ভালো হয়ে চলো তুমি
দূর করে শয়তান।
সেহেরিতে খেয়ে নাও
নামাযেতে মন দাও
আমলের খাতা দিয়ে
সাজিয়ে নাও বাগান।


সারাদিন রোজা রেখে
ইফতারে যাও ডেকে
তারাবিতে মন ভরে
পড়ো আল কুরআন।
রোজা রেখে আল্লা'র
পেয়ে যাবে উপহার
প্রিয় হয়ে চলে যাবে
ছেড়ে দিয়ে এ জাহান।