গরীব ঘরে বসত আমার
থাকি কুঁড়েঘরে
দুর্ভিক্ষের কথা শুনে
অন্তর আমার পুড়ে।


এই জীবনের নাই কোন দাম
টাকা পয়সা ছাড়া
গরিব বলে কেউ দেখে না
আমি সর্বহারা।
চলবে কেমনে এই দেহটা
আমার মাথা ঘুরে।।
দুর্ভিক্ষের কথা শুনে
অন্তর আমার পুড়ে। ঐ


দু'মুঠো ভাত পাওয়ার আশায়
ঘুরছি দিবানিশি
আল্লাহ পাকের নিয়ামতে
আমি অনেক খুশি।
পাই যেন পাই প্রভুর করম
দুঃখটা যায় দূরে।।
দুর্ভিক্ষের কথা শুনে
অন্তর আমার পুড়ে। ঐ