ও আমার চন্দ্রমল্লিকা বধূ চন্দ্র দেখেছে
যেন কোন শুক্লাপঞ্চমী চোখে স্বপ্ন এসেছে


তার সবুজ পাতা বলে অবুঝ হিয়া ভোলে
ও তার অঙ্গ ভঙ্গি মায় বাতাস ছন্দ রেখেছে
ও আমার চন্দ্রমল্লিকা


আমার ভাঙলো দ্বিধা ভয় শুধু রঙ রূপ রাগে
অধর মানলো পরাজয় নতুন আলোর সোহাগে
সেই প্রহর ফিরে এল সেই ভ্রমর দোসর পেল
ও সে পাপড়ি ধরে আজ যেন স্বর্ণ মুখেতে
ও আমার চন্দ্র মল্লিকা