বাদলের মাদল বাজে গুরু গুরু দুরু দুরু মন,
বরষার স্বপ্নে ভিজে কাঁপলো দু’নয়ন ||


আমাকে আমার মাঝে যায় না দরে রাখা,
জানি না খুশির মযূর কোথায় মেলে পাখা---
তা তা থৈ নাচের কি তাল শুনছি সারাক্ষণ ||


হয়তো আমার কথা না শুনে না মেনে আসবে না আর,
তাই তো মনে মনে তোমায় ভেবে ভেবে এই অভিসার |
খেলেছ মেঘের পরে মেঘ জমানোর খেলা,
এল তাই নতুন করে বৃষ্টি ঝরার বেলা-----
কিছুতেই মানবে না মন  ঝরবে অকারণ ||