আমার জীবন তরীর হালটি ধরি, আছেন তারিণী
তাই নদী ছেড়ে খালে নালায়
ডুবতে পারি না | আমার জীবন তরীর
এই তরীকে বসুন্ধরায়
পেলাম সেদিন মায়ের দয়ায়
সেদিন থেকেই মা ছাড়া আর
কারো হাতে হাল তো ছাড়িনি
আমার জীবন তরীর হালটি ||


আমার মাথায় মায়ের আশীষ
সারা দেহে মার মমতা |
আমার ক্ষতি করবে কে আর কতোটুকু কার ক্ষমতা
আমার মাথার মায়ের আশীষ
সারা দেহে মার মমতা |


জলের নীচে পাহাড় রাখো
তবু তরী ডুববে না কো
মার চালনায় চলবো আমি
কোথাও আজও তাইতো হারিনি
আমার জীবন তরীর হালটি ধরে----