আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী
তীর ছুঁয়ে বসে থাকি না-----
আমাকে ধরে রাখি না ।।


খোলা আকাশের নীচে ছুটে চলি সারা বেলা
ছায়া দিয়ে পথ ঢাকি না---
আমাকে ধরে রাখি না ।।


ওই যে যাযাবর পাখি ডানা মেলে
পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে--
ওখানে ভেসে গেছি উজানে মিশে গেছি--
কাউকে পিছু ডাকি না ।।


এই যে দূর থেকে আরও দূরে ভেসে
নিজেকে নিয়ে চলি নামহারা দেশে ;
পাথেয় হলো শুধু পথেরই ভালোবাসা ---
কাউকে পিছু ডাকি না ।।