আবার দুজনে দেখা যমুনার কিনারে |
না, না, বৃন্দাবন নয়, নয় ওই ব্রজপুরে |
তার চেয়ে কিছু দূরে কুতুবের মিনারে |


আহা, যাই যাই করে শীত যায় নি,
কোকিলরা সবে গলা সেধেছে----
তখনো কোথাও গান গায় নি |
বাগান সাজান আছে গোলাপের বাহারে |
কুতুবের মিনারে |


পাথরের সিঁড়িগুলো পায়ে পায়ে পেরিয়ে
গোল বারান্দা আসতেই
যাকে আমি খুঁজতাম মনে হলো এই সেই----
.                    ( তুমি সেই, আমি সেই, তুমি সেই---- )
দেখি শহরটা পড়ে আছে নীচুতে,
সবার উপরে আছি আমরা---
হারাইনি কোনদিন কিছুতে, আলোর কবিতা
.                                তুমি জ্বেলে দিলে আঁধারে |
কুতুবের মিনারে |